১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৪৩ পিএম

জনসম্পৃক্ত গবেষণা আরও বাড়াতে হবে: বিএসএমএমইউ ভিসি

জনসম্পৃক্ত গবেষণা আরও বাড়াতে হবে: বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘আমি ভিসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর গবেষণাখাতে বাজেদ বরাদ্দ বৃদ্ধি করেছি।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের (আইআরবি) সদস্য রিভিউয়ারদের বিস্তৃত গবেষণার লক্ষ্যে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৮ সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘ট্রেইনিং অন আইআরবি ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ রিভিউ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের প্রয়োজনে জনসম্পৃক্ত গবেষণা আরও বৃদ্ধি করতে হবে। এতে দেশের মানুষ উপকৃত হবেন।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমি ভিসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর গবেষণাখাতে বাজেদ বরাদ্দ বৃদ্ধি করেছি। আমি আসার পর গবেষণা বরাদ্দ ৩ কোটি টাকা থেকে ৩২ কোটি টাকায় উন্নীত করেছি। প্রধানমন্ত্রীর সমন্বিত গবেষণায় অংশগ্রহণ করতে আমাদের গবেষকদের উদ্বুদ্ধ করেছি। আমরা এসব কাজে ইতিবাচক ফল পেয়েছি।’

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এন্ড্রোক্রাইনোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত