১১ অগাস্ট, ২০২০ ১০:২৪ পিএম

এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বুধবার

এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বুধবার

মো. মনির উদ্দিন: করোনাভাইরাস পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া মেডিকেল শিক্ষার্থীদের প্রফেশনাল পরীক্ষা আয়োজনের বিষয়ে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ নিয়ে বুধবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় অনলাইন মিটিংয়ে সকল বিশ্ববিদ্যালয়ের ডিন ও মেডিকেল কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত থাকবেন। পরীক্ষা আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট সবাই ইতিবাচক হওয়ায় এ ব্যাপারে কাঙ্ক্ষিত কোনো সিদ্ধান্ত আসতে পারে। 

জানতে চাইলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ বি এম মাকসুদুল আলম মেডিভয়েসকে বলেন, ‘প্রফেশনাল পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা সবাই ইতিবাচক অবস্থানে আছি। পরীক্ষার আয়োজন করবে বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস। সরকারিভাবে যেহেতু সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই এর বাইরে তো অন্য কোনো চিন্তা করা যায় না। আমরা চেষ্টায় ছিলাম, যারা সাপ্লিম্যান্ট আছে তাদের জন্য ভিন্ন উপায়ে পরীক্ষা আয়োজনের মধ্য দিয়ে অন্যদের প্রফেশনাল পরীক্ষা আয়োজনের সূচনা করা যায় কিনা। তো এখনো এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে আগামীকাল বিকাল তিনটায় স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি ভার্চুয়াল মিটিং আছে।’ 

এখানে মেডিকেল শিক্ষার্থীদের প্রফেশনাল পরীক্ষা আয়োজনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখনই বলা যাচ্ছে না। পরীক্ষা নেওয়ার ব্যাপারে সকল অধ্যক্ষ ইতিবাচক। কিন্তু সরকারিভাবে তো সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এছাড়া আমরা এ দায়িত্বটা নিতে পারবো কিনা, কারণ অন্য পরীক্ষা থেকে মেডিকেল পরীক্ষা অধিকতর প্রায়োগিক। সুতরাং এ বিষয়গুলো নিতে পারবো কিনা তা নিয়ে সংশয়-শঙ্কা আছে। তবে এ নিয়ে আমরা সীমিত পরিসরে হলেও চেষ্টা করতে পারি। সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। ডিনগণ নিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘অন্য পরীক্ষায় সংশ্লিষ্টদের কারও রোগী দেখার চ্যালেঞ্জ নাই। তবুও আমরা এটা নিয়ে ভাবছি না। ভাবনা হলো, সিনিয়র শিক্ষক ও শিক্ষার্থীদের আক্রান্ত হওয়া নিয়ে, যেহেতু পরিবেশটা হাসপাতালের। কেউ আক্রান্ত হলে এ দায়িত্ব কে নেবে? প্রতিষ্ঠানগুলো খোলার পর হয় তো সম্ভব হতে পারে। মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের ডিন ও মেডিকেল কলেজের অধ্যক্ষবৃন্দ, বিএমডিসি ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা থাকবেন। সুতরাং ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা যায়।’

এ প্রসঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজের প্রফেশনাল পরীক্ষার্থী মো. ইমরান মেডিভয়েসকে বলেন, ‘সব কিছু স্বাভাবিকতার দিকে যাচ্ছে। আজকে দেখলাম, সেপ্টেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানালো শিক্ষাবোর্ডগুলো। এ অবস্থায় এমবিবিএস প্রফেশনাল পরীক্ষা আয়োজনের বিষয়ে কোনো সিদ্ধান্তের জন্য আমরা মুখিয়ে আছি।’ 

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও সতর্কতার অংশ হিসেবে গত ৩১ মার্চ পর্যন্ত থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এ নিয়ে ১৬ মার্চ আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর পর ওই দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ মেডিভয়েসকে বলেন, সকল মেডিকেল কলেজও এই নির্দেশের অন্তর্ভুক্ত থাকবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত