২৩ নভেম্বর, ২০২২ ০১:২৬ পিএম

পদোন্নতি পেলেন ২০ মেডিকেল টেকনোলজিস্ট

পদোন্নতি পেলেন ২০ মেডিকেল টেকনোলজিস্ট
২০ মেডিকেল টেকনোলজিস্টকে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট (১০ম গ্রেড) শূন্য পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন সিভিল সার্জন কার্যালয়ে ২০ মেডিকেল টেকনোলজিস্টকে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট (১০ম গ্রেড) শূন্য পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.মো.শামিউল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৩/১২/২১ইং তারিখের ৪৫.০১.০০০০.১৪০.১২.০০১.২০-১৬৮২নং স্মারকের প্রেক্ষিতে এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবলায়ের ১৮/১১/২১ইং তারিখের ৮০.০০.০০০০.১০৭.১২.০২৭.২১-৩৫নং স্মারক মারফত স্বাস্থ্য অধিদপ্তরাধীন বিভিন্ন সিভিল সার্জন কার্যালয়ের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট (১০ম-গ্রেড) শূন্য পদে মেডিকেল টেকনোলজিস্টদের (ইপিআই) পদোন্নতি প্রদানের সুপারিশ করেন। উক্ত সুপারিশের আলোকে স্বাস্থ্য অধিদপ্তরের ১৪/১১/২০২২ ইং তারিখে সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ১৬,০০০-৩৮,৬৪০/=টাকা স্কেলে (১০ম গ্রেড) পদোন্নতি পূর্বক তার/তাদের নামের পার্শ্বে উল্লেখিত কর্মস্থলে পদায়ন করে বহাল কার হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘এই আদেশ জনস্বার্থে জারি করা হলো। আদেশ জারীর সাত কর্মদিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্য ছাড়পত্র গ্রহণ করবেন। অন্যথায় আট কর্মদিবসের হতে তার/তাদের পদোন্নতি বাতিল বলে গণ্য হবে।’

নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত