০৫ ডিসেম্বর, ২০২০ ০৬:৫৬ পিএম

করোনায় ডা. এ কে এম শামসুল হকের মৃত্যু

করোনায় ডা. এ কে এম শামসুল হকের মৃত্যু
ডা. এ কে এম শামসুল হক

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম শামসুল হক আর নেই। গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। ডা. এ কে এম শামসুল হক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন মমেক সপ্তম ব্যাচের শিক্ষার্থী।

তিনি সর্বশেষ ঢাকার ইমপালস হাসপাতালে শিশু রোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. এ কে এম শামসুল হকের মৃত্যুতে শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

এ সংক্রান্ত এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী।

এর আগে গত রোববার (২৯ নভেম্বর) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে দুই চিকিৎসকের মৃত্যু হয়েছিল। ওই দুইজনসহ গত নভেম্বর মাসেই ভাইরাসটির ছোবলে প্রাণ হারিয়েছেন সাতজন চিকিৎসক। 

  ঘটনা প্রবাহ : চিকিৎসক মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত