০২ অক্টোবর, ২০২০ ০৭:১৭ পিএম

সলিমুল্লাহ মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল হুদা 

সলিমুল্লাহ মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল হুদা 
অধ্যাপক ডা. নূরুল হুদা লেনিন

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. নূরুল হুদা লেনিন। 

বৃহস্পতিবার (এক সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইস্যু করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

অধ্যাপক ডা. নূরুল হুদা লেনিন এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিসেস এন্ড ইউরোলজির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।  

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তর/স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

অনুভূতি জানতে চাইলে অধ্যাপক ডা. নূরুল হুদা মেডিভয়েসকে বলেন, ‘আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও যোগ্যতা নিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করি। আমি যখন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিসেস এন্ড ইউরোলজিতে দায়িত্ব গ্রহণ করি, তখন প্রতিষ্ঠানটির মান তলানিতে ছিল। সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার কারণে এই ইনস্টিটিউট এবার প্রথম হয়েছে। কতগুলো নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস দপ্তর পরিচালিত গোপন জরিপে বিশেষায়িত হাসপাতালের মধ্যে আমার ইনস্টিউট সেরার পুরস্কার পেয়েছে। দ্বিতীয় হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল। প্রথম হওয়ার পেছনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও সচিব মহোদয়গণ আমাকে অভাবনীয় সহযোগিতা করেছেন। এ প্রতিষ্ঠানের উন্নয়নে যখন যা চেয়েছি, তখন তা দিয়েছেন। তাঁদের এ আনুকূল্য আমার ইতিবাচক কাজগুলো সম্পন্ন করতে ব্যাপক ভূমিকা রেখেছে।’

নতুন দায়িত্বের ব্যাপারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১২তম ব্যাচের এ শিক্ষার্থী বলেন, ‘দ্বিতীয় যে অ্যাসাইনমেন্ট আমাকে দেওয়া হয়েছে, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি সরকারি নিয়ম-নীতি, নির্দেশনা সততার সঙ্গে পালন করবো। এ ক্ষেত্রে আমার সমস্ত আন্তরিকতা ঢেলে দিয়ে সুচারূপে কাজগুলো করতে চাই, যাতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা শহরে অন্যতম সেরা মেডিকেলে পরিণত হয়।’

শিক্ষার মানোন্নয়নে আপনি কোন কোন বিষয়ে গুরুত্বারোপ করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনাসহ সকল পরিবেশ যেন ভালোভাবে বজায় থাকে সে ব্যাপারে চেষ্টা চালাবো। তাদের পড়াশোনায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে, কারণ এটা হচ্ছে চিকিৎসক তৈরির কারখানা। আন্ডারগ্রাজুয়েট লেভেল যদি ঠিক না থাকে, তাহলে আমরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবো না। তাদের শিক্ষা ও প্রশিক্ষণে বিশেষ নজর দেওয়া হবে। প্রথম তাদের বইয়ের জ্ঞান এবং এর পর ক্লিনিক্যাল জ্ঞান ও বিশেষায়িত শিক্ষা সমন্বিতভাবে প্রদান করা হবে। এর পাশাপাশি তাদের আচরণ বিদ্যায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কারণ একজন চিকিৎসকের ব্যবহারেই রোগী অনেকাংশে ভালো হয়ে যায়। এতে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছুটা শূন্যতা আছে।’

►প্রজ্ঞাপন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অধ্যক্ষ
  এই বিভাগের সর্বাধিক পঠিত