০৭ মার্চ, ২০২২ ০১:৪৭ পিএম

মার্কস মেডিকেলে অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ বড় নিয়োগের বিজ্ঞপ্তি

মার্কস মেডিকেলে অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ বড় নিয়োগের বিজ্ঞপ্তি
মার্কস গ্রুপ পরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল। এইচ আর দি মার্কস গ্রুপের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতালে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে।’

১. অধ্যক্ষ
যোগ্যতা: বিএমঅ্যান্ডডিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন।
বেতন: আলোচনা সাপেক্ষে

২. উপাধ্যক্ষ
যোগ্যতা: বিএমঅ্যান্ডডিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন।
বেতন: আলোচনা সাপেক্ষে

৩. অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক
বিভাগ: ফিজিওলজি, প্যাথলজি, সার্জারি, মেডিসিন, ইএনটি, চক্ষু, চর্ম ও যৌন, সাইকিয়াট্রি, এ্যনেসথেসিওলজি, অর্থোপেডিকস, রেডিওলজি এন্ড ইমেজিং, নিউরোলজি, কার্ডিওলজি, ইউরোলজি ও নেফ্রোলজি।
যোগ্যতা: বিএমঅ্যান্ডডিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন।
বেতন: আলোচনা সাপেক্ষে

৪. প্রভাষক
বিভাগ: এনাটোমি, প্যাথলজি, ফিজিওলোজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন।
যোগ্যতা: বিএমঅ্যান্ডডিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন।
বেতন: আলোচনা সাপেক্ষে

এ ছাড়াও মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও বিভিন্ন পদে নিয়োগ প্রদান করবে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আবেদনপত্রের সঙ্গে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং দুই কপি সাম্প্রতিক কালের পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হইবে।  খঅমের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ পূর্বক আগামী ১৫/০৩/২০২২ তারিখের মধ্যে পরিচালক, এইচ আর, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, এ/৩ মেইন রোড, মিরপুর-১৪, ঢাকা-১২০৬ এই ঠিকানায় পাঠানোর অনুরোধ করা যাইতেছে।’

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক