১৭ অক্টোবর, ২০২০ ০৭:৪২ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে এমপি বাবলা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে এমপি বাবলা

মেডিভয়েস ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি)। বর্তমানে তিনি পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের প্রফেসর এবিএম সারোয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। 

বাবলার রাজনৈতিক সচিব সুজন দে গণমাধ্যমকে জানান, জ্বর ও শরীর ব্যথার উপসর্গ থাকার কারণে শুক্রবার সকালে বাবলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়ার পর শারীরিক পরিক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এছাড়া বাবলাকে করোনা পরিক্ষাও করানো হয়। আজ শনিবার বিকেলে পরিক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। 

এদিকে বাবলার সুস্থতা কামনা করে তার নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলীর বিভিন্ন মসজিদ দোয়া ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। বাবলার সহধর্মিণী সালমা হোসেন তার আশু রোগমুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন। 
 

  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক