৩০ জুন, ২০২৫ ০৯:২৯ পিএম

ডেঙ্গু পরীক্ষার নির্ধারিত মূল্য বহাল, সময় বাড়ল ছয় মাস

ডেঙ্গু পরীক্ষার নির্ধারিত মূল্য বহাল, সময় বাড়ল ছয় মাস
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য নির্ধারিত মূল্য ছয় মাস বাড়ানো হয়েছে। এখন থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এনএসওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষাগুলো আগের নির্ধারিত ৫০ টাকায় করা যাবে।

আজ সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বের নির্দেশনার আলোকে ডেঙ্গু পরীক্ষার জন্য নির্ধারিত মূল্য ৩০ জুন ২০২৫ পর্যন্ত কার্যকর ছিল। এখন সেটি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।’

নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী ডেঙ্গুর জন্য এনএসওয়ান, আইজিজি ও আইজিএম নির্ধারিত মূল্য ৫০ টাকায় করা যাবে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলেও  উল্লেখ করা হয়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা

সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়

  এই বিভাগের সর্বাধিক পঠিত