করোনার উপসর্গ কমছে, সুস্থ হয়ে উঠছেন বাইডেন

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। করোনার উপসর্গগুলো কমে আসছে। তিনি সুস্থ হয়ে উঠছেন।
শনিবার (২৩ জুলাই) হোয়াইট হাউসের চিকিৎসকদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২১ জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়।
মার্কিন চিকিৎসক কেভিন বলেন, আইসোলেশানে থাকা বাইডেনের গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, কাশি এবং শরীরে ব্যথার উপসর্গ রয়েছে। কিন্তু এসব উপসর্গের তীব্রতা কমে যাচ্ছে। বাইডেনের নাড়ি, রক্তচাপ, তাপমাত্রা এবং অক্সিজেনের লেভেল খুবই স্বাভাবিক রয়েছে। বাইডেনের প্যাক্সিলোভিড ও টেলিনল ঔষধ সেবন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ডা. কেভিন আরো বলেন, প্রাথমিক অনুসন্ধান থেকে মনে করা হচ্ছে বাইডেন তীব্র সংক্রমণযোগ্য অমিক্রনের উপধরন বিএ.৫ দ্বারা আক্রান্ত হয়েছেন। করোনার কারণে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি করোনার দুটি ডোজসহ দুবার বুস্টার ডোজও নিয়েছেন।
-
০৯ অগাস্ট, ২০২২
-
৩১ জুলাই, ২০২২
-
৩১ জুলাই, ২০২২
-
২৪ জুলাই, ২০২২
-
২৩ জুলাই, ২০২২
-
২১ জুলাই, ২০২২
-
১৪ জুলাই, ২০২২
-
০৪ জুলাই, ২০২২
-
২৫ মার্চ, ২০২২
-
২১ মার্চ, ২০২২
