১১ ডিসেম্বর, ২০২১ ০৪:৪১ পিএম

সন্ধানী মুগদা মেডিকেলের সভাপতি অনয়, সম্পাদক অংকন

সন্ধানী মুগদা মেডিকেলের সভাপতি অনয়, সম্পাদক অংকন
মাহমুদুল ইসলাম অনয়, শেখ জায়েদ অংকন (বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যখাতের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী’র মুগদা মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মাহমুদুল ইসলাম অনয় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ জায়েদ অংকন।

২০২০-২১ মেয়াদে দায়িত্ব পালনের জন্য শুক্রবার (১০ ডিসেম্বর) তাদের নির্বাচন করা হয়।

এ ছাড়া প্রস্তাবিত কার্যকরি পরিষদ সদস্যদের মধ্যে রয়েছেন, 

কেন্দ্রীয় প্রতিনিধি                    : প্রিয়াঙ্কা ঘোষ,
সহ-সভাপতি                        : ইসমাইল মোহাম্মদ নিষাদ, 
সহ-সাধারণ সম্পাদক                : জাহিদুল হাসান রাতুল,
সাংগঠনিক সম্পাদক                : আদিত্য বর্মন শান্ত, 
অর্থ সম্পাদক                : শরিফুল ইসলাম,
যুগ্ম অর্থ সম্পাদক-১                : আল ইমরান, 
যুগ্ম অর্থ সম্পাদক-২                : বর্ণালি পাল,
ছাত্র কল্যাণ সম্পাদক             : রায় সুদীপ্ত শোভন,
যুগ্ম ছাত্রকল্যাণ সম্পাদক-১        : সাদিয়া অর্পি,
যুগ্ম ছাত্রকল্যাণ সম্পাদক-২        : ফারহান রাব্বী, 
রোগী কল্যাণ সম্পাদক            : শাকিল আহমেদ,
যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক-১        : নাফিউল আজম তোহা,
যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক-২        : সাজ্জাদ তরফদার, 
প্রচার ও প্রকাশনা সম্পাদক        : তাইম আহমেদ শান
যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক-১    : দিশারী ভট্টাচার্য,
যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক-২    : সানজানা ইসলাম,
দপ্তর সম্পাদক                    : আতিকুর রহমান শাফিন, 
যুগ্ম দপ্তর সম্পাদক                : আরিফ আহমেদ তাওসিন, 
শিক্ষা, গবেষণা ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক: তাসনিম নাহিয়ান, 
শিক্ষা, গবেষণা ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক: নওশিন আঞ্জুম প্রমি, 
ডোনার ক্লাব ও সমাজ কল্যাণ সম্পাদক : সুদীপ কুণ্ডু, 
ড্রাগ ব্যাংক সম্পাদক             : আবিদ আহসান তাহমিদ, 
যুগ্ম ড্রাগ ব্যাংক সম্পাদক        : রাফি বিন ওয়ারেস 
কার্যকরি সদস্য-১                : শাহনাজ আজমাইন জামি, 
কার্যকরি সদস্য-২                : মো. আরিফ
কার্যকরি সদস্য-৩                : আফরা আঞ্জুম বহ্নি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সন্ধানী
  এই বিভাগের সর্বাধিক পঠিত