০৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৩৬ পিএম

অবশেষে ইন্টার্ন চিকিৎসকদের সুখবর দিল স্বাস্থ্য অধিদপ্তর

অবশেষে ইন্টার্ন চিকিৎসকদের সুখবর দিল স্বাস্থ্য অধিদপ্তর
প্রতীকী ছবি।

সাখাওয়াত হোসাইন: দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধি করে ২০ হাজার করা হচ্ছে। আগামী মাস থেকে এটি কার্যকর হওয়ার আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। 

ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে। অর্থ বিভাগের অনুমোদন পেলেই শিক্ষানবিশ চিকিৎসকরা ২০ হাজার করে মাসিক ভাতা পাবেন।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বেসিক সার্জিক্যাল ট্রেইনিং প্রোগ্রামে ইন্টার্ন চিকিৎসকদের এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

জানতে চাইলে প্রোগ্রামে অংশ নেওয়া ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মো. মোস্তাকিম শাফি মেডিভয়েসকে বলেন, ‘আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জিজ্ঞেস করেছি, স্যার আমাদের ভাতা বৃদ্ধির বিষয়ে কতটুকু অগ্রগতি আছে? তিনি বললেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল কাজ সম্পন্ন হয়েছে। ২০ হাজার টাকা ভাতা বৃদ্ধির প্রস্তাবনা পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। অর্থ বিভাগের অনুমোদন পেলেই ২০ হাজার টাকা করে মাসিক ভাতা কার্যকর হবে। আশা করছি, আগামী মাস থেকে এটি কার্যকর হবে।’

উচ্ছ্বসিত ইন্টার্ন চিকিৎসকরা

এদিকে ভাতা বৃদ্ধির খবরে উচ্ছ্বসিত দেশের ইন্টার্ন চিকিৎসকরা। জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোহাম্মদ সুজন বলেন, ‘এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। তাঁদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এটি। আমাদের আরেকটি দাবি হলো, প্রতি বছর ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির একটি নিয়ম চালু করা। এতে ইন্টার্ন চিকিৎসকরা আরও বেশি অনুপ্রাণিত হবেন। চিকিৎসকরা দিন-রাত পরিশ্রম করে মানুষের স্বাস্থ্যসেবা দেন, তারপরও প্রশংসা পান খুব কম। চিকিৎসকদের ভাতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তার দিকেও যেন নজর দেওয়া হয়, সে বিষয়ে আমরা সুদৃষ্টি কামনা করছি।’

এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. শামসুজ্জোহা সজীব বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, সময়োপযোগী একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। ২০ হাজার ভাতা কার্যকর হলে দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে। অনেক ইন্টার্ন চিকিৎসকের আর্থিক অবস্থা খারাপ, তাতে কিছুটাও হলেও তাঁরা উপকৃত হবেন। বর্তমানে যে ভাতা পাই, সেটা অবশ্যই পর্যাপ্ত নয়।’

স্বাস্থ্যসেবায় নেপথ্য নায়ক ইন্টার্ন চিকিৎসক 

দেশের মানুষের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অবদান রাখেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালে ভর্তির পর থেকেই প্রতিটি রোগীর পরিচর্যায় তাদের তৎপরতা অনস্বীকার্য। সকল স্বাস্থ্য সংকটেই নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যান এসব নেপথ্য নায়ক।

বৈশ্বিক মহামারী করোনাতে রোগীর তুলনায় চিকিৎসক কম থাকায়, শিক্ষানবিশ এসব চিকিৎসককে রাখতে হয় ব্যাপক ভূমিকা। এটা সর্বজনবিদিত যে, দেশের সম্মানজনক পেশাগুলোর অন্যতম চিকিৎসা। অথচ মর্যাদার এ পেশায় তাদের সূচনা হয় অনুল্লেখযোগ্য পারিশ্রমিকে, যা প্রতিটি মেডিকেল শিক্ষার্থীকে পেশার প্রতি করে তোলে সীমাহীন নিরুৎসাহী।

গত কয়েক বছর ধরে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিভিন্ন সময়ের একাধিক নিউজ প্রকাশ করেছে মেডিভয়েস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী মেডিভয়েসকে বলেছিলেন, ‘আমাদেরকে মাসে ১৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। এই টাকা দিয়ে মাস চলা প্রায় অসম্ভব এবং খুব কষ্ট হয়। ব্যয় মিটাতে আমাদেরকে মাঝে মাঝে টিউশনি ও বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নেওয়া লাগে। সমন্বয় করে মাস পার করতে হয়। এমন পরিস্থিতিতে হতাশায় কেউ কেউ পরিবর্তন করেন চিকিৎসার মতো মহৎ পেশা।’

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডা. মারুফ উল আহসান শামীম বলেন, ‘আমাদের একটাই দাবি, কর্মক্ষেত্রে যে আমাদের শ্রম বা ত্যাগের একটি সঠিক মূল্যায়ন চাই।’

ইন্টার্নদের দাবির সঙ্গে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন করতে হবে। যাতে চিকিৎসক পুরো সময়টাতে হাসপাতালে মনোযোগী হতে পারে। তাঁদের ভাতা বাড়ানোর বিষয়ে আমি সম্পূর্ণ একমত। ইন্টার্ন চিকিৎসকরা আসলে তাঁদের সঙ্গে বসে আলোচনা করবো।’

তিনি আরও বলেন, ‘একজন ডক্টর যখন পাস করে যান, তাঁর কাছ থেকে অনেকের চাহিদা থাকে। শিক্ষার্থী থাকা অবস্থায় ভিন্ন কথা। তারপর থেকে ইন্টার্নদেরকে এভাবে ঠকানোর কোনো সুযোগ নেই। আমরা এগুলো নিয়ে আলোচনা করবো।’

এসএএইচ/এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক