০২ মে, ২০২৪ ০৪:০৯ পিএম

রাঙামাটিতে বৃষ্টি, বজ্রপাতে ৩ জনের মৃত্যু

রাঙামাটিতে বৃষ্টি, বজ্রপাতে ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: তীব্র তাপদাহের অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বৃষ্টি নামলেও এ সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়ায় একজন ও বাঘাইছড়িতে দুইজন নারী নিহতের ঘটনা ঘটে। এছাড়া বাঘাইছড়ির বগাদাম গ্রামে স্বপন চাকমার দোকানে বজ্রপাতে সাতজন আহত হয়েছেন।

নিহতরা হলেন— রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়ার বাসিন্দা মো: নজির (৫০) এবং বাঘাইছড়ি উপজেলাধীন রুপাকারী ইউনিয়নের মুসলিম ব্লকের বাসিন্দা বাহারজান বেগম (৫৫) ও সাজেকের লংথিয়ান পাড়ার তনিবালা ত্রিপুরা (৩৭)।

রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যাসমিন চাকমা জানান, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার দুই মহিলা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা: শওকত আকবর জানান, সকালে শহরের সিলেটি পাড়া থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তিনি বজ্রপাতে নিহত হয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আবহাওয়া
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক