০৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪০ পিএম

‘শুরুতে শনাক্ত করা গেলে ক্যান্সার থেকে সুস্থতা সম্ভব’

‘শুরুতে শনাক্ত করা গেলে ক্যান্সার থেকে সুস্থতা সম্ভব’
কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট এ গোলটেবিল বৈঠকের আয়োজন করেন।

মেডিভয়েস রিপোর্ট: শরীরে ক্যান্সারের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেছেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকেরা। শুরুতে শনাক্ত করা গেলে ক্যান্সার থেকে সুস্থতা সম্ভব বলে মনে করেন তারা। 

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছরে ক্যান্সার নিয়ন্ত্রণে অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট এ গোলটেবিল বৈঠকের আয়োজন করেন।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডিমিওলজি বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় আলোচক হিসেবে রয়েছেন বারডেমের সাবেক পরিচালক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক, জন হপকিনস ইউনিভার্সিটির শিক্ষক ডা. হালিদা হানুম আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, গাইনোকোলজিক্যাল অ্যান্ড অবস্ট্রেটিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রওশন আরা বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ প্রমুখ।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক