০২ জানুয়ারী, ২০২৩ ০৫:৫৫ পিএম

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার ব্যাপক অগ্রগতি

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার ব্যাপক অগ্রগতি
২০২১ সালে নরমাল ডেলিভারির সংখ্যা ছিল ২৫১টি, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩টিতে।

মেডিভয়েস রিপোর্ট: অন্যান্য বছরের তুলনায় ২০২২ সালে রেকর্ড সংখ্যক রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ সোমবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিপ্তরের দেওয়া এক তথ্য বিবরণীতে এসব জানা গেছে।

সেবার পরিসংখ্যান

অধিদপ্তর জানিয়েছে, ২০২১ সালে বহির্বিভাগে বরুড়া স্বাস্থ্যকমপ্লেক্সে সেবা নিয়েছেন ৬৮৬২১ জন রোগী, ২০২২ সালে তা বেড়ে হয়েছে ১১৩৯৬০ জনে। ২০২১ সালে অন্তঃবিভাগে সেবা নিয়েছেন ৩৩২২ জন, বিদায়ী বছরে সেবাগ্রহীতা ৪৯০৪ জন। ২০২১ সালে জরুরি বিভাগে সেবাগ্রহীতা ৭০৪৭ জন, ২০২২ সালে জরুরি বিভাগে সেবাগ্রহীতার সংখ্যা ১০৯০৩।

অধিদপ্তর আরও বলছে, ২০২১ সালে বরুড়া হাসপাতালে কোনো সিজারিয়ান অপারেশন হয়নি, কিন্তু ২০২২ সালে সিজারিয়ান অপারেশনের সংখ্যা ছিল ১০৬ টি। ২০২১ সালে মেজর সার্জারির সংখ্যা ছিল মাত্র তিনটি, বিদায়ী সালে মেজর সার্জারি হয়েছে ১৯৬ টি। ২০২১ সালে নরমাল ডেলিভারির সংখ্যা ছিল ২৫১টি, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩টিতে।

নতুন কার্যক্রম

জানা গেছে, ২০২২ সালে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা তালিকায় যুক্ত হয়েছে বেশ কিছু নতুন সেবা। অপারেশন থিয়েটার চালু, মেজর সার্জারি ও সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট ও ক্যান্সারসহ নানাবিধ অসংক্রামক রোগের সেবা প্রদানের জন্য এনসিডি (অসংক্রামক ব্যাধি) কর্ণার চালু এবং আল্ট্রাসনোগ্রাম সেবা শুরু করা হয়েছে। বছরজুড়ে উৎসাহিত করা হয়েছে প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য। সেইসঙ্গে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া নবজাতকদের উপহার প্রদানের প্রথা চালু হয়েছে।

অবকাঠামো উন্নয়ন

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার দীর্ঘ প্রতীক্ষিত ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের ধারাবাহিকতায় নতুন ভবন বুঝে পাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে ২০২২ সালে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। এ ছাড়া সৌন্দর্য বর্ধনের জন্য ৪টি ফুলের বাগান ও একটি ভেষজ বাগান তৈরির কাজ চলছে। পুরাতন হাসপাতাল ভবনের সংস্কারকাজ করে প্রায় জীর্ণশীর্ণ দুইটি ওয়ার্ডকে নবরূপ দেওয়া হয়েছে, পরিত্যক্ত পুরাতন অডিটোরিয়াম ভবনকে নবরুপ দেওয়া হয়েছে।

এসএইচ/এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কুমিল্লা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক