১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১২:১১ পিএম

২০৪ চিকিৎসককে সহকারী সার্জন পদে পদায়ন

২০৪ চিকিৎসককে সহকারী সার্জন পদে পদায়ন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৩৮তম বিসিএস স্থাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ২০৪ জন চিকিৎসককে সহকারী সার্জন পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘৩৮তম বিসিএস পরীক্ষা-২০১৭ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার গত ২৭ জানুয়ারি ০৫.০০.০০০০.১৪৭,৩৮,০৭,২০-১০নং প্রজ্ঞাপনে বর্ণিত বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০ বেতনক্রমে নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তীদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘কোন চিকিৎসক এক কর্মস্থলে পদায়িত হয়ে অন্য কর্মস্থলে সংযুক্তিতে কর্মরত থাকলে উক্ত চিকিৎসকদের মূল কর্মস্থলে নবনিয়োগপাপ্ত ২৭০ জন চিকিৎসকের মধ্য হতে কেউ পদায়িত হলে উক্ত কর্মস্থলে পূর্ব হতে কর্মরত চিকিৎসক স্বয়ংক্রিয়ভাবে পদায়িত পদ হতে অব্যাহতি পাবেন এবং ওএসডি স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে বর্তমান সংযুক্তিকৃত পদে পদায়িত হবেন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয়। কার্যক্রম গ্রহণ করবে।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদায়ন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক