১৭ অগাস্ট, ২০২০ ০৬:৩২ পিএম

অধ্যাপক হলেন ইএনটির তিন চিকিৎসক

অধ্যাপক হলেন ইএনটির তিন চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের তিনজন চিকিৎসক। 

আজ সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-১ অধিশাখার উপসচিব সারমীন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

তারা হলেন: পাবনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আহম্মদ তাউস, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুর রহমান ও খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান। 

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে তা কাজ কার্যকর হবে। 

প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ/পরিচালকসহ প্রয়োজনীয় দপ্তরে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত