১৭ মে, ২০২০ ০৫:১৪ পিএম

জুলাই সেশনে পরিবর্তন হচ্ছে না এফসিপিএস পরীক্ষার পদ্ধতি

জুলাই সেশনে পরিবর্তন হচ্ছে না এফসিপিএস পরীক্ষার পদ্ধতি

মেডিভয়েস রিপোর্ট: জুলাই ২০২০ সেশনে অনুষ্ঠেয় এফসিপিএস পরীক্ষার্থীয় সংশোধিত পদ্ধতির প্রয়োগ স্থগিত করা হয়েছে। 

আজ রোববার (১৭ মে) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত সংশোধিত পদ্ধতিতে ১. এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা (পার্ট-১, পেপার-২, পেপার-৩), ২. এফসিপিএস পার্ট-২, প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২ এবং এফসিপিএস (সাব-স্পেশালিটি) সকল বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এবং ৩. ইন্টারেকটিভ ওরাল পরীক্ষার (আইওই) পরিবর্তে এফসিপিএস পাট-২ এর সকল বিষয়ের ভাইভা পরীক্ষা হচ্ছে না।

জানুয়ারি ২০২০ সেশনের নিয়মেই জুলাই সেশনের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে এফপিসিএস পরীক্ষার পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনে বিসিপিএস। এতে বলা হয়, আগামী জুলাই থেকে নতুন এসব নতুন নিয়ম কার্যকর হবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত