দ্বিতীয় দিনের মতো প্রাইভেট প্র্যাকটিস বন্ধ

মেডিভয়েস রিপোর্ট: সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারাদেশে প্রাইভেট চেম্বার ও অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সোমবার (১৭ জুলাই) ও আজ মঙ্গলবার (১৮ জুলাই) অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি বাংলাদেশের (ওজিএসবি) ডাকে সাড়া দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রেখেছেন। ওজিএসবি ঘোষিত কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে চিকিৎসকদের প্রায় ৩৬টি সংগঠন।
প্রাইভেট চেম্বার ও অপারেশন কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তার স্বজনরা। মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর কয়েকটি বেসরকারি হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য সেবা বন্ধের ফলে মুখরতার মোক্ষম সময়ে বেসরকারি হাসপাতালগুলোতে চলছে পিনপতন নিরবতা। চিকিৎসকদের দেখা না পেয়ে বিনা চিকিৎসায় ফিরে গেছেন অনেকে, জটিল ও অপারেশনের রোগীরা পড়েছেন অবর্ণনীয় ভোগান্তিতে।
কয়েকটি প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, জরুরি বিভাগ ও ইনডোর চিকিৎসা সেবা চালু থাকলেও সেগুলোতে প্রাইভেট চেম্বার বন্ধ রয়েছে। ফলে ঢাকা ও ঢাকার বাইরে দূরদূরান্ত থেকে রোগীরা বেসরকারি পর্যায়ের বিভিন্ন হাসপাতালে সেবা নিতে গিয়ে চিকিৎসক না থাকায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
তবে কিছু কিছু বেসরকারি হাসপাতালে সব ধরনের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন মেডিভয়েসকে বলেন, ‘অন্যান্য বেসরকারি হাসপাতালের মতো বাইরের চিকিৎসকেরা আমাদের হাসপাতালে চেম্বার করেন না। এখানে প্রাইভেট প্র্যাক্টিস নেই। জরুরি বিভাগে যত রোগী আসছেন এবং ডেলিভারি করতে যারা আসছেন সবাইকে সেবা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেলে যেমন চিকিৎসা চলে, ঠিক একই রকমভাবে আমাদের হাসপাতালে চিকিৎসা চলে। আমাদের হাসপাতালের যেসব চিকিৎসক বাহিরে প্রাইভেট প্র্যাক্টিস করেন, তারা তাদের চেম্বার বন্ধ রেখেছেন বলে শুনেছি। আমাদের এখানে সব ধরনের সার্ভিস চালু আছে।’
ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মেহের-এ-খোদা দ্বীপ জানান, ‘আমাদের হাসপাতালে সব প্রাইভেট চেম্বার এবং অপারেশন বন্ধ রয়েছে। তবে ইনডোর চিকিৎসা সেবা ও ইমার্জেন্সি বিভাগ চালু রয়েছে। চেম্বারে ডাক্তার দেখানোর জন্য কোনো রোগী আসেননি। রোগীরা বলছেন, ডাক্তারের সিরিয়ালের জন্য ফোন দিলে দুই দিন চেম্বার বন্ধ থাকবে বলে জানিয়ে দিচ্ছে ল্যাবিএইড হাসপাতাল।
বিআরবি হসপিটালের সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিস) ডা. মো. শাহজালাল মেডিভয়েসকে বলেন, চিকিৎসকরা দুই দিন প্র্যাকটিস বন্ধ রাখবেন, সেটি পূর্বেই নোটিস দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানের ইনডোর ও জরুরি বিভাগ চালু রয়েছে। আগামী কাল (১৯ জুলাই) থেকে চিকিৎসকরা নিয়মিত চেম্বার করবেন।
চিকিৎসক গ্রেপ্তারের ঘটনায় দুই দিনব্যাপী এ অহিংস প্রতিবাদ শেষ হবে আজ রাতে।
এদিকে চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশে সব ধরনের প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধ রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মঙ্গলবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
প্রসঙ্গত, গত ৯ জুন রাজধানীর গ্রিন রোডের বেসরকারি সেন্ট্রাল হসপিটালে চিকিৎসা নেন কুমিল্লার প্রসূতি মাহবুবা রহমান আঁখি। স্বাভাবিক সন্তান প্রসবের আশায় এলেও জটিলতা বাড়ায় অস্ত্রোপচারে সন্তান প্রসব করেন তিনি। পর দিনই মারা যায় নবজাতক। আর আইসিইউতে চিকিৎসাধীন থেকে কয়েক দিন পর ১৮ জুন মারা যান মা আঁখিও।
এ ঘটনায় হাসপাতালের একাধিক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর স্বামী ইয়াকুব আলী সুমন। পরে ওই হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তারের পাশাপাশি আরও একজন চিকিৎসককে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।
গ্রেপ্তার দুই চিকিৎসক নিজেদের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে যে চিকিৎসকের প্ররোচনায় ঝুঁকি নিয়ে কুমিল্লা থেকে এসেছিলেন আঁখি। এ ঘটনায় চিকিৎসকদের জামিন ও তাদের নিরাপদ কর্মস্থলের দাবিতে কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা।
এএইচ/এমইউ
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২৩
-
১৯ জুলাই, ২০২৩
-
১৮ জুলাই, ২০২৩
-
১৮ জুলাই, ২০২৩
-
১৮ জুলাই, ২০২৩
-
১৮ জুলাই, ২০২৩