০৫ জুলাই, ২০২৩ ০৩:৩০ পিএম

বিএসসি নার্সিংয়ে নির্বাচিতদের মেডিকেল ফিটনেস ১০ জুলাই

বিএসসি নার্সিংয়ে নির্বাচিতদের মেডিকেল ফিটনেস ১০ জুলাই
চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত গ্রাজুয়েট নার্সিং বিভাগে (পরিবাগ) চলবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নির্বাচিত প্রার্থীদের মেডিকেল ফিটনেস আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্ট্রার (একাডেমি) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয়ে নার্সিং অনুষদের অন্তর্ভূক্ত বিএসসি ইন নার্সিং ২০২২-২৩ ইং শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মেডিকেল ফিটনেস আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। প্রার্থীদেরকে গ্রাজুয়েট নার্সিং বিভাগে (পরিবাগ) সকাল ৯টায় উপস্থিত থাকার জন্য বলা হল। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত গ্রাজুয়েট নার্সিং বিভাগে (পরিবাগ) চলবে। প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, সনদপত্রের সত্যায়িত কপি ও প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন, পরিচালক (আইটি সেল), গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান ও বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত