১১ মে, ২০২৩ ০৮:০২ পিএম

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৯

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৯
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১১ মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ১৯১ জন হাসপাতালে ভর্তি হন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪ জন এবং ঢাকার বাইরের ৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১১ মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ১৯১ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৬৭৮ জন। বাকি ৫১৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৮২ জন। তাদের মধ্যে ঢাকার ৫৯২ জন ও ঢাকার বাইরে ৪৯০ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক