২৭ অগাস্ট, ২০২১ ১১:২০ এএম

চিকিৎসক-নার্সদের বিনামূ্ল্যে জমি দেওয়ার ঘোষণা মমতার

চিকিৎসক-নার্সদের বিনামূ্ল্যে জমি দেওয়ার ঘোষণা মমতার
বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: মমতার ফেসবুক থেকে

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক ও নার্সদের বিনামূ্ল্যে জমি দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সন্তোষজনক কাজের জন্য পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন তিনি।

স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে মাসে দু’দিন বৈঠক করার পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকালে কলকাতার শেঠ সুখলাল কর্ণনী মেমোরিয়াল (এসএসকেএম) হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।

পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় ১৬ সেপ্টেম্বর বিকেলে কলকাতার ৫ মেডিকেল সুপারের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চিকিৎসক, নার্সদের জন্য বিনামূল্যে জমি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। ১০ একর জমিতে কোয়ার্টার তৈরি করতে পারবেন চিকিৎসক-নার্সরা। প্র্যাকটিশনার নার্স হিসেবে অভিজ্ঞ নার্সদের পদোন্নতি দেওয়া হবে।’ 

মমতা আরও বলেন, ‘১০ একর জমির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের বলেছি। জমি বিনা পয়সায় দেওয়া হবে ডাক্তার ও নার্সদের। তাঁরা চাইলে হাউজিং তৈরি করে নেবে।’

এ সময় নার্সদের পদোন্নতি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা ভাল কাজ করবেন, আমরা ঠিক করেছি, সেই সমস্ত নার্সদের আমরা আরও এক ধাপ পদোন্নতি দেবো। ভাল কাজ করলে এই পদোন্নতি হয়ে নার্সরা হবেন প্র্যাকটিশনার সিস্টার। স্বাস্থ্য দপ্তর গাইডলাইন করে দেবে।’

রাজ্যে চিকিৎসকের অভাব থাকায় কোয়াকরা প্রাইমারি হেল্থ সেন্টারে কাজ করবেন বলেও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘প্রথম দিনের বৈঠক সফল হয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় ব্যবস্থা করেছে রাজ্য। ১০ হাজার বেড তৈরি রাখা হয়েছে। মা ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।’ 

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ভ্যারিফায়েড পেজে তিনি বলেন, ‘সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আমাদের গর্ব, আমাদের সম্পদ। তাঁদের স্বাচ্ছন্দ্য, সুযোগ-সুবিধা সুনিশ্চিত করা রাজ্য সরকারের প্রধান কর্তব্য। প্রথম দিন থেকেই আমরা সেই লক্ষ্যে কাজ করে চলেছি। ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবা আরও কীভাবে উন্নত করা যায়, সেই লক্ষ্যে আজ এসএসকেএম হাসপাতালে চিকিৎসক, নার্স এবং হাসপাতাল অধিকর্তাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসক ও নার্সদের বিনামূল্যে জমি দেবে রাজ্য সরকার। এছাড়াও হাসপাতাল প্রাঙ্গণে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের সুবিধা সুনিশ্চিত করার জন্যেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক-নার্স
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও