২৭ অগাস্ট, ২০২১ ১২:৫২ পিএম

ভারতে করোনায় আরও ৪৯৬ জনের মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার

ভারতে করোনায় আরও ৪৯৬ জনের মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনার ডেলটা ধরনের সংক্রমণে বিপর্যস্ত ভারতে মৃত্যুর সংখ্যা কমলেও দৈনিক সংক্রমণ বাড়ছে। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রয়েছে দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে  করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন, মৃত্যু হয়েছে  ৪৯৬ জনের। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) করোনায় আক্রান্ত হয়েছিল ৪৬ হাজার ১৬৪ জন, মৃত্যু হয় ৬০৭ জনের।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন কোটি ২৬ লাখ তিন হাজার জন, আর মৃত্যু হয়েছে চার লাখ ৩৬ হাজার ৮৬১ জন।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। 

বিশ্বজুড়ে করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৮৮ হাজার ৯৪৫ জনের। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএসএমএমইউ ও স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা

গ্রামে স্বাস্থ্যসেবা গিতে গিয়ে ১৮ সমস্যার মুখোমুখি চিকিৎসকরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও