০৫ মে, ২০২১ ১১:৫৩ এএম

করোনায় রাগিব রাবেয়া মেডিকেলের বিদেশি শিক্ষার্থীর মৃত্যু

করোনায় রাগিব রাবেয়া মেডিকেলের বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
আজমল আলম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ২৬তম ব্যাচের বিদেশি শিক্ষার্থী আজমল আলম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২২ বছর।

রোববার (২ মে) ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

কলেজ সূত্রে জানা গেছে, আজমল আলমের বাড়ি ভারতের বিহারে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে দেশে চলে যান তিনি। কিছুদিন আগে তাঁর জ্বর ও মৃদু কাশি হয়। এরপর করোনার নমুনা পরীক্ষায় দেন তিনি। গত মাসে করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তাঁর। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে ভারতের বিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক