১৭ মার্চ, ২০২১ ০৬:২৩ পিএম

ঢামেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি

ঢামেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি। আর অন্যটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

আজ বুধবার (১৭ মার্চ) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আজ সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএমসিএইচ-২ ভবনের তৃতীয় তলায় অবস্থিত করোনা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সময় অতি দ্রুত আগুন নিভানোর প্রচেষ্টা নেওয়া হয় অন্যদিকে আইসিইউতে অবস্থানরত মূমুর্ষ রোগীদের স্থানান্তর কার্যক্রম শুরু করা হয়।’

‘অগ্নিকাণ্ড সংঘটিত হলেও কোন রোগী আগুনে দগ্ধ হয়ে বা ধোয়া জনিত কারণে মৃত্যু বরণ করেননি। মূমুর্ষ রোগীদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে অবস্থিত আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মূমুর্ষ রোগী মৃত্যুবরণ করেন, যাদের একজনের বয়স-৬৮, একজন-৬৬ এবং অন্যজন ৪৮ বছর। বাকীদের আইসিইউতে চিকিৎসা চলছে। এই দুঃখজনক ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত মর্মাহত ও মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করছে এবং মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

এতে আরও বলা হয়েছে, ‘ইতোমধ্যে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি। অন্যটি ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ নয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। উক্ত তদন্ত কমিটি যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে সুপারিশ করবেন।’

ব্যাপক জানমালের ক্ষয়-ক্ষতি হওয়ার সম্ভবনা থাকলেও হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ও ফায়ার সার্ভিসের সঠিক পদক্ষেপের কারণে  ক্ষতি কমানো সম্ভব হয়েছে। সার্বিক পরিস্থিতি ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক সরাসরি তদারকি করছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক