২৯ এপ্রিল, ২০২১ ১২:১৮ পিএম

ঢামেকের ভাইরোলজির ল্যাব ইনচার্জ ডা. নুসরাত করোনা আক্রান্ত

ঢামেকের ভাইরোলজির ল্যাব ইনচার্জ ডা. নুসরাত করোনা আক্রান্ত
ডা. নুসরাত সুলতানা লিমা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকহা) ভাইরোলজি বিভাগের ল্যাবের ইনচার্জ ও সহকারী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা লিমা।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ডা. নুসরাত সুলতানা বলেন, কিছু ধরে শরীরে জ্বর অনুভব করছেন তিনি। গত ২৬ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ওইদিন পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তাঁর।

বাসায় হোম আইসোলেশনে আছেন জানিয়ে তিনি আরও বলেন, শরীরে জ্বর আর কাশি রয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে।

ডা. নুসরাত সুলতানা বাংলাদেশে ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) ভাইস চেয়ারম্যান। এ ছাড়াও তিনি থ্যালাসেমিয়া প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক