ডেন্টাল চিকিৎসকদের ষষ্ঠ গ্রেডের প্রস্তাব অনুমোদন

মেডিভয়েস রিপোর্ট: ডেন্টাল চিকিৎসকদের ষষ্ঠ গ্রেডে পদোন্নতির প্রস্তাবের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রথম দফায় ১৯ জন ডেন্টাল চিকিৎসককে পদোন্নতি দিয়ে বহুল প্রতীক্ষিত এ প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিবিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত ১৯ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এব ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০ বেতনক্রমে সিনিয়র স্কেল পদে পদোন্নতি প্রদান করা হলো।’
পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন, ডা. অসীম কুমার সানাল, ডা. মাসুদ হোসেন, ডা. ডিএম আবুল কাশেম, ডা. মো. ফখরুল ইসলাম, ডা. এসএম রুকন-উজ-জামান, ডা. ওমর আলী সরদার, ডা. শামছুন নাহার, ডা. মো. আলমগীর কবীর, ডা. আশিকা ইসলাম খান, ডা. নাসিমা সুলতানা, ডা. শাহরিয়ার মো. মতিউল ইসলাম, ডা. নাজমুন নেছা হ্যাপি, ডা. শহীদ হাসান খান, ডা. মোহাম্মদ বশীর আহম্মেদ, ডা. মো. নুরুল ইসলাম সরকার ও ডা. আব্দুল কাদের।
এছাড়া ডা. আবুল হোসেন, ডা. নিতীশ কুমার দাস ও ডা. মো. জাকির হোসেন সরকারকে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টালের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল আজ মঙ্গলবার (২ মার্চ) সকালে মেডিভয়েসকে বলেন, ‘চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী। তেমনি আমাদের দুঃখ ছিল ষষ্ঠ গ্রেডে পদোন্নতি না পাওয়া। এখন ডেন্টালের দুঃখ গুছে গেছে।’
তিনি আরও বলেন, গতকাল মন্ত্রণালয়ের মিটিংয়ে ডেন্টাল চিকিৎসকদের পদোন্নতির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ডেন্টাল সার্জনদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেন্টাল চিকিৎসকদের ষষ্ঠ গ্রেডে পদোন্নতি নিয়ে প্রকাশিত খবরে বিভ্রান্তি সৃষ্টি হয়।
জানতে চাইলে গত ১২ ফেব্রুয়ারি রাতে অধ্যাপক হুমায়ুন কবির বুলবুল মেডিভয়েসকে বলেছিলেন, ‘গতকাল (১১ ফেব্রুয়ারি) আমি মন্ত্রণালয়ে গিয়েছি। এখন পর্যন্ত এটি অনুমোদন পায়নি। গত তিন মাস ধরে এ নিয়ে কাজ অব্যাহত আছে, এটা প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত অনুমোদন হয়নি। এ মাসের শেষ নাগাদ অনুমোদন পেতে পারে।’
এ নিয়ে ফেসবুকে প্রচারিত খবরটিও সঠিক নয় জানিয়ে অধ্যাপক হুমায়ুন কবির বলেন, বিষয়টি সঠিক হলে এর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের কপিও থাকতো।
এ সময় ফেসবুক থেকে এটি সরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে একই দিন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবুল কাসেম মেডিভয়েসকে বলেন, ‘আমরা বেশ কিছু দিন ধরেই এটা নিয়ে কাজ করছি। ডেন্টাল সার্জনদের ক্যাডারের পদোন্নতি সংকট ছিল। আগে ডেন্টাল সার্জনদের নবম গ্রেডে নিয়োগ দেওয়া হতো। এর পর তাদের কপালে পদোন্নতি জুটতো না। অর্থাৎ তারা ডেন্টাল সার্জন হয়ে চাকরিতে ঢুকে আবার ডেন্টাল সার্জন হিসেবেই অবসর গ্রহণ করতেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন প্রস্তাব অনুমোদন পেলে এখন পদোন্নতি পেয়ে ষষ্ঠ গ্রেডে উন্নীত হতে পারবেন তারা।’
ডেন্টাল সোসাইটির সভাপতি বলেন, আগে পদোন্নতির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন বাধ্যতামূলক থাকলেও এই সিদ্ধান্তের পর থেকে পোস্ট গ্রাজুয়েশন ছাড়াই পদোন্নতি পাবেন ডেন্টাল সার্জনরা। যুগান্তকারী এ সিদ্ধান্তের ফলে এখন থেকে তাদের প্রসাশনিক পদে যেতে আর কোনও বাধা থাকবে না।
-
০৬ এপ্রিল, ২০২১
-
১১ মার্চ, ২০২১
-
০২ মার্চ, ২০২১
-
০১ মার্চ, ২০২১
-
২৮ ফেব্রুয়ারী, ২০২১
সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়নি
পদোন্নতি পাচ্ছেন না বিএসএমএমইউর সেই ২৫০ চিকিৎসক
-
২৭ ফেব্রুয়ারী, ২০২১
-
১৭ ফেব্রুয়ারী, ২০২১
-
১০ ফেব্রুয়ারী, ২০২১
-
১০ ফেব্রুয়ারী, ২০২১
-
০৮ জানুয়ারী, ২০২১
করোনার চিকিৎসা
বিশেষ প্রণোদনা পাচ্ছেন ১৪৭৪ চিকিৎসকসহ ২৮৬১ স্বাস্থ্যকর্মী
মেডিভয়েসকে বিশেষ সাক্ষাৎকারে পরিচালক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক করোনা বেড ফাঁকা
