০১ ফেব্রুয়ারী, ২০২১ ০৮:০৪ পিএম

স্বাস্থ্যখাতের বাজেট দ্বিগুণ হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের বাজেট দ্বিগুণ হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতের বাজেট বাড়বে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আগামীতে স্বাস্থ্যের বাজেট দ্বিগুণ হয়ে যাবে।

আজ সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল উত্থাপনের পর তার ওপর জনমত যাচাই-বাছাই প্রস্তাব প্রসঙ্গে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাচ্ছি, স্বাস্থ্য সেবার মানোন্নয়ন হোক। স্বাস্থ্যখাতের বাজেট আগামীতে বাড়বে। আগামী পাঁচ বছরের যে পরিকল্পনা করা হয়েছে, তাতে স্বাস্থ্যখাতের বাজেট দ্বিগুণ হয়ে যাবে।’ 

করোনার সময় একজন রোগীর পেছনে সরকারের প্রতিদিন ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা করোনা কীভাবে প্রতিরোধ করেছি, তা দেশবাসী, বিশ্ববাসী দেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করে চিঠি দিয়েছে। এখন আমাদের করোনা সংক্রমণের হার শতকরা তিন ভাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সংক্রমণ শতকরা তিন ভাগের নিচে নেমে গেলে করোনা ফেস আউট হয়ে যায়। আমরা সেই পর্যায়ে চলে এসেছি।’

হেলথ ডাটাবেজ তৈরির বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে উল্লেখ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আইসিটি মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সমগ্র বাংলাদেশে প্রতিটি ব্যক্তির হেল্থ ডাটা আমরা করতে পারি, সেই ব্যবস্থা হাতে নিয়েছি।’

তিনি বলেন, ‘যেখানেই দুর্নীতি হয়েছে সেখানেই আমরা ব্যবস্থা নিয়েছি, যারা করেছে তাদেরকে আমরা জেলে পর্যন্ত নিয়ে গেছি।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য বাজেট
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক