এক বছর মেয়াদি কোর্স চালুর অনুমোদন পেল গুলশানারা নার্সিং কলেজ

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলশানারা নার্সিং কলেজে এক বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স চালুর অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ১ ডিসেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিনির্ধারণী কমিটির সভার সুপারিশ অনুসরণে রাজধানীর গুলশানারা নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং এক বছর মেয়াদি সাময়িক কোর্স চালু অনুমোদন বর্ণিত শর্তে নির্দেশক্রমে প্রদান করা হলো।
অনুমোদনের শর্তে বলা হয়, কলেজগুলোকে নীতিমালার সকল বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে। দেশের দরিদ্র, মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য সংরক্ষিত ৫ ভাগ আসন নিশ্চিত করতে হবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এ আদেশের অনুলিপি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও স্বাস্থ্য সচিবের একান্ত সচিব, জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৭ জানুয়ারী, ২০২১
-
০৯ ডিসেম্বর, ২০১৭
