০১ জুলাই, ২০২৫ ০৬:৪৩ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬
ডেঙ্গুর বাহক এডিস মশা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৬ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে মোট ১০ হাজার ৬৮২ জন ডেঙ্গু আক্রান্ত হলেন। একই সময়ে মৃত্যু হয়েছে মোট ৪৩ জনের।

আজ মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার (৩০ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৬ বছর বয়সী ব্যক্তি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি রাজধানীর মতিঝিল এলাকার বাসিন্দা বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এ ছাড়া একই সময়ে আক্রান্তদের সিংহভাগই বরিশাল বিভাগের বাসিন্দা। এ বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। এর মধ্যে ৯৩ জনের বাড়ি বরগুনায়। অন্যান্য বিভাগের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৮, উত্তরে ৩০, চট্টগ্রাম বিভাগে ১৯, খুলনা বিভাগে ১৬, ময়মনসিংহ বিভাগে ৮ এবং রাজশাহী বিভাগে ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩২২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ ছাড়া চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৪০৯ জন।

সারা বছরের হিসেবে দেখা গেছে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর বড় একটি অংশ হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। এখানে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। ১১ জনের মৃত্যু নিয়ে তালিকায় ২ নম্বরে রয়েছে বরিশাল বিভাগ। অবশ্য এর মধ্যে ছয়জনই বরগুনা জেলার বাসিন্দা। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৪, ঢাকা উত্তর সিটিতে ৩, খুলনা ও রাজশাহীতে দুজন করে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগেই রয়েছেন চার হাজার ৭৫৪ জন। এর মধ্যে দুই হাজার ৮৩৯ জন বরিশালের বাসিন্দা। অন্যান্য এলাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে এক হাজার ৫৪৫, ঢাকা বিভাগে এক হাজার ৮১, ঢাকা উত্তর সিটিতে ৮৬১, দক্ষিণে এক হাজার ৪৪১, খুলনা বিভাগে ৩৫৯, ময়মনসিংহ বিভাগে ১৪৪, রাজশাহী বিভাগে ৪৪০, রংপুর বিভাগে ২৬ এবং সিলেট বিভাগে ৩০ জন আক্রান্ত হয়েছেন।

মাসভিত্তিক তালিকায় দেখা গেছে, এ বছর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জুন মাসে। এ মাসে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৯৫১। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে এক হাজার ৭৭৩ এবং জুলাইয়ের প্রথম দিনে ৩৮৬ জন আক্রান্ত হয়েছেন। সর্বোচ্চ মৃত্যুও হয়েছে জুন মাসেই, ১৯ জন। এর পরে রয়েছে জানুয়ারি, এ মাসে মোট ১০ জনের মৃত্যু হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন এবং জুলাইয়ের প্রথম দিনের হিসেবে একজনের মৃত্যু হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা

সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক