শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান: সিওমেকের ৬ জনকে বদলির সিদ্ধান্ত
মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) অধ্যাপক ডা. মুজিবুল হক, ডা. নাসরীন আখতার ও ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহারসহ ছয়জনকে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আজ রোববার (১ সেপ্টেম্বর) মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয়ার নিম্ললিখিত শিক্ষকদেরকে লেকচার, টিউটোরিয়াল, ক্লিনিক্যাল ক্লাসসহ সকল একাডেমিক, প্রশাসনিক ও পরীক্ষা কার্যক্রম থেকে বিরত রাখা এবং বদলির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’
ছয় চিকিৎসক হলেন- সিওমেকের শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. নাসরীন আখতার, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহার, অ্যানেসথেশিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মঈনুল ইসলাম, প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সত্যব্রত ঘোষ ও কার্ডিওলজি বিভাগের ডা. মোহাম্মদ আজিজুর রহমান।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় তিন শিক্ষককে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন শিক্ষক হলেন- এনাটমি বিভাগের অধ্যাপক ডা. পঙ্কজ পাল, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী জানে আলম ও এনাটমি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অনামিকা দাস।
সেইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাঝরাতে মেয়েদের হল থেকে বের করে দেওয়ায় আরও দুই শিক্ষক করার সিদ্ধান্ত নিয়েছে সিওমেক কর্তৃপক্ষ। তাঁরা হলেন- মানসিক বিভাগের অধ্যঅপক ডা. সুম্মিতা রায় ও সহযোগী অধ্যাপক ডা. নিবেদিতা দাশ পিউ।
-
০২ ডিসেম্বর, ২০২৪
-
২১ নভেম্বর, ২০২৪
-
২৪ অক্টোবর, ২০২৪
-
২০ অক্টোবর, ২০২৪
-
১৯ অক্টোবর, ২০২৪
-
১৯ অক্টোবর, ২০২৪
-
২৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০২ সেপ্টেম্বর, ২০২৪