১৬ নভেম্বর, ২০২৩ ০২:৫৫ পিএম

বিএসএমএমইউর বিভিন্ন সাব-স্পেশালিটিতে ভর্তি বিজ্ঞপ্তি

বিএসএমএমইউর বিভিন্ন সাব-স্পেশালিটিতে ভর্তি বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জানুয়ারি-২০২৪ সেশনের প্রার্থীগণের নিকট থেকে এফসিপিএস-সাব স্পেশালিটিতে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটো ম্যাটারন্যাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, কলোরেক্ট্রাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি সাব-স্পেশালিটিতে প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক এমএস/এফসিপিএস (অব্স্ এন্ড গাইনি/জেনারেল সার্জারি) ডিগ্রিপ্রাপ্ত সরকারি, বেসরকারি এবং বিএসএমএমইউর প্রার্থীগণের নিকট থেকে জানুয়ারি-২০২৪ ইং সেশনের জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্র রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখা (ব্লক-বি, ৩য়তলা, কক্ষ নম্বর-২৩৮) থেকে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmmu.edu.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।’

এতে আরও বলা হয়েছে, ‘পূরণকৃত আবেদনপত্র আগামী ৩০ নভেম্বর বেলা ২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র এবং পূবালি ব্যাংক লিমিটেড , শাহবাগ এভিনিউ শাখায় ‘বিএসএমএমইউ এ্যাডমিশন ফান্ড হিসাব নম্বর-০৯৪৭১০২০০১৭৩১’ এ তিন হাজার টাকা জমাদানের রশিদসহ রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।’

‘রিপ্রোডাকটিভ এন্ড্রোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটো-ম্যাটারনাল মেডিসিন এবং গাইনোকোলজিক্যাল অনকোলজি বিষয়ে সরকারি দুইটি, বেসরকারি একটি ও বিএসএমএমইউ একটি আসন এবং সার্জিক্যাল অনকোলজি, কলোরেক্ট্রাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি প্রতিটি সাব-স্পেশালিটিতে সরকারি দুইটি, বেসরকারি দুইটি ও বিএসএমএমইউ একটি আসন বরাদ্দ আছে বলে’, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।’

এসএস/

►বিজ্ঞপ্তটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত