১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৮ পিএম

বিএসএমএমইউতে শিশু কিডনি রোগীদের অত্যাধুনিক চিকিৎসার উদ্বোধন

বিএসএমএমইউতে শিশু কিডনি রোগীদের অত্যাধুনিক চিকিৎসার উদ্বোধন
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ডা. হুই কিম ইয়াপ, শিশু সার্জন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিদ্যাধর মালীসহ ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রথমবারের মতো শিশু কিডনি রোগীদের জন্য কন্টিনিউয়াস এমবুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস (সিএপিডি) ক্যাথিটার ইনসারশন চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৮ সেপটেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে প্রধান অতিথি হিসেবে উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ডা. হুই কিম ইয়াপ, শিশু সার্জন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিদ্যাধর মালীসহ ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।

এ সময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী বিএসএমএমইউ এবং সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করা হবে। সেই লক্ষ্য পূরণে ভবিষ্যতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালসহ বিশ্বের প্রখ্যাত মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো যৌথভাবে কাজ করবে। সুপার স্পেশালাইজড হাসপাতালে ইতোমধ্যে সফলভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট, শিশুদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে। এই চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। শিশু কিডনি রোগীদের জন্য সিএপিডি ক্যাথিটার ইনসারশন চিকিৎসাসেবা কার্যক্রম একটি নতুন সংযোজন, যার  মাধ্যমে এ দেশের সংশ্লিষ্ট রোগীরা বিশেষভাবে উপকৃত হবে।

অনুষ্ঠানে বিএসএমএমইউর প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, প্রক্টর ও রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ.কে.এম জাহিদ হোসেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ্ আল হারুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত