১২ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৩৯ পিএম

মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা-নাবাকে দেখলেন বিএসএমএমইউ ভিসি

মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা-নাবাকে দেখলেন বিএসএমএমইউ ভিসি
বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে নুহা-নাবাকে দেখতে যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: মেরুদণ্ড জোড়া লাগানো কুড়িগ্রামের শিশু নুহা-নাবাকে দেখতে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (১২ সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে তাঁদেরকে দেখতে যান ভিসি।

এ সময় অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ দায়িত্বরত সংশ্লিষ্ট চিকিৎসকদের নানান দিক নির্দেশনা প্রদান করেন। সেই সাথে নুহা নাবার সঙ্গে খুন-সুটিতে যোগ দেন তিনি।

এ সময় নুহা-নাবার চিকিৎসার দায়িত্বে থাকা বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, আবাসিক চিকিৎসক (আরপি) সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ পিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দুই শিশুর চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক