৩১ অগাস্ট, ২০২৩ ০২:০৬ পিএম

মুখ ও দাঁতের সুরক্ষায় ডেন্টাল সোসাইটির ফ্রি চিকিৎসা

মুখ ও দাঁতের সুরক্ষায় ডেন্টাল সোসাইটির ফ্রি চিকিৎসা
গতকাল সিরাজগঞ্জে ২১১ জন শিক্ষার্থীকে দাঁত ও মুখের চিকিৎসা দেওয়া হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দাঁত ও মুখের যত্নে করণীয় সম্পর্কে সচেতন করতে দেশের প্রান্তিক অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চেকআপ ও চিকিৎসা দিচ্ছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। এ পর্যন্ত ১০টি জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে ডেন্টাল সোসাইটির প্রতিটি জেলা শাখার মাধ্যমে এ চিকিৎসা সেবা দেওয়া হবে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল মেডিভয়েসকে বলেন, ‘মুখ ও দাঁতের সুরক্ষায় ছোট বেলা থেকে শিক্ষার্থীদের সচেতন করার জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থা এফডিআই ওয়ার্ল্ড ডেন্টাল ফেডারেশনের নির্দেশনায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এ কর্মসূচি গ্রহণ করে।  কর্মসূচির নাম দেয়া হয়েছে "Talk to a Dentist"- “একজন ডেন্টিস্টের সঙ্গে কথা বলুন।”

ডেন্টাল অধ্যক্ষ বলেন, ‘আমরা এ চিকিৎসা সেবার জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোকে বেছে নিয়েছি। কারণ জীবনের শুরুতেই একজন শিক্ষার্থীকে দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম ও  পদ্ধতিসহ মুখের যত্ন নেওয়া শিখাতে পারলে, এটি খুবই কার্যকর ও ফলপ্রসূ হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথমে আমরা মুখ ও দাঁত পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, কোনো সমস্যা আছে কিনা। এরপর সমস্যা চিহিৃত হলে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া এসব কর্মসূচিতে মুখ ও দাঁতের যত্নে মোটিভেশনাল স্পীচও দেওয়া হয়। দিনে কয়বার ব্রাশ করতে হবে, কখন করতে হবে, এবং মুখের অন্যান্য যত্নগুলো কিভাবে নিতে হবে, তা জানানো হয়। মডেল দিয়ে ব্রাশ করানোর নিয়ম দেখানো হয়, যাতে শিক্ষার্থীরা  সহজে বুঝতে পারে।’

বিভিন্ন জেলায় বেশ কয়েকটি প্রোগ্রাম হয়েছে জানিয়ে ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, ‘আজকে ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি ডেন্টাল চেকআপ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গতকাল (৩০ আগস্ট) সিরাজগঞ্জ জেলার হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল চেকআপ এবং চিকিৎসা দেওয়া হয়েছে। সেখানে ২১১ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে অভিভাবক ও স্কুলের শিক্ষকদের শিক্ষার্থীদের বিষয়ে সচেতনতার পরামর্শ দেওয়া হয়েছে।’

তিনি জানান, ‘হাইস্কুল ও কলেজ লেভেলে এ প্রোগ্রাম করার চেয়ে একবারেই প্রাথমিক বিদ্যালয় ও প্রান্তিক জনপদে করা উত্তম, কারণ এসব জায়গায় এখনও সচেতনতার ছোঁয়া সেভাবে লাগেনি। গতকালকের প্রোগ্রামের অভিজ্ঞতায় দেখা গেলো কোনো কোনো শিশু প্রথম জানলো, কিভাবে ব্রাশ করতে হবে। এ আয়োজন তাদের মনে দাগ কাটবে।’

এসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত থাকেন।

প্রসঙ্গত, এর আগে কুমিল্লা, ফেনী, কিশোরগঞ্জ, রংপুর, বগুড়া, দিনাজপুর, খুলনা, নীলফামারি ও মাগুরার কয়েকটি উপজেলায়  ফ্রি ডেন্টাল চেকআপ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ ডেন্টাল সোসাইটি
  এই বিভাগের সর্বাধিক পঠিত