০৬ মার্চ, ২০২৩ ০৫:৩৫ পিএম

মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আগামীকাল সভা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়

মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আগামীকাল সভা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভায় সভাপতিত্ব করবেন।

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস-বিডিএস ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার বিষয়ে আগামীকাল মঙ্গলবার (৭ মার্চ) বৈঠক করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ সোমবার (৬ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এমবিবিএস-বিডিএস ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে আগামী ৭ মার্চ বেলা ১২.৩০ মিনিটে এ জুম অ্যাপসের মাধ্যমে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। উক্ত ভার্চুয়াল সভায় সংশ্লিষ্ট সকলকে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত