ক্যান্সারের সুচিকিৎসা দিতে প্রস্তুত ঢামেক হাসপাতাল: পরিচালক

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সারের সুচিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সবসময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক।
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ঢামেক হাসপাতালে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
পরিচালক বলেন, ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। বিদেশ থেকে এসেও অনেকে ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। প্রাণঘাতী রোগ ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা এখন ঢামেক হাসপাতালসহ বিভিন্ন মেডিকেল কলেজ ও জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে দেয়া হচ্ছে। অচিরেই ঢামেকে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্রাকিথেরাপি মেশিন যুক্ত করা হবে।
তিনি আরও বলেন, অতিরিক্ত রোগীর কারণে এখানে অনেক ভিড় হয়ে থাকে। এজন্য ক্যান্সারের চিকিৎসায় সময় একটু বেশি লাগছে। দ্রুততার সাথে রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ঢামেক হাসপাতালে বিদ্যমান সুবিধা আরও বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল ইসলাম চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।
এদিকে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলী ও রামেক হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ। এ ছাড়াও সকল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও নার্স কর্মসূচিতে অংশ নেন।
এসএস/এমইউ
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৩
-
১০ ফেব্রুয়ারী, ২০২২