২৬ ডিসেম্বর, ২০২২ ০৮:০৫ পিএম

এফসিপিএস ২য় পর্ব: বিএসএমএমইউতে বেসরকারি শিক্ষার্থীদের ভর্তি শুরু

এফসিপিএস ২য় পর্ব: বিএসএমএমইউতে বেসরকারি শিক্ষার্থীদের ভর্তি শুরু
এফসিপিএস দ্বিতীয় পর্বের বেসরকারী শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জানুয়ারি-২০২৩ সেশনে সার্জারি অনুষদে বিভিন্ন বিষয়ে এফসিপিএস দ্বিতীয় পর্বের বেসরকারী শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার (একাডেমিক) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি-২০২৩ ইং সেশনে সার্জারি অনুষদে বিভিন্ন বিষয়ে এফসিপিএস দ্বিতীয় পর্ব ভর্তির নিমিত্ত নির্বাচিত বেসরকারী প্রর্থীদের ভর্তি কার্যক্রম ২৬-১২-২০২২ ইং থেকে ০৫-০১-২০২৩ ইং তারিখ পর্যন্ত রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় (কক্ষ নম্বর-২৩৮, ব্লক-বি) পরিচালিত হবে।

এতে আরও বলা হয়েছে,‘সরকারি/আমর্ড ফোর্সেস শিক্ষার্থীগণ প্রেষণাদেশ প্রাপ্তি স্বাপেক্ষে ভর্তি হতে পারবেন।’ 

►নোটিসটি দেখতে ক্লিক করুন  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত