২০ ডিসেম্বর, ২০২২ ০৫:৪৪ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১০৮

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১০৮
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৫৮০ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭২ জন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন। এর মধ্যে ঢাকায় ৬৭ জন ও ঢাকার বাইরে ৪১ জন চিকিৎসাধীন আছেন।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৫৮০ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৩১ জন ও ঢাকার বাইরে ২৪৯ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬১ হাজার ৬২৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮২১ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৮০৮ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ৭৭৭ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৩২২ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৪৫৫ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু জ্বর
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক