১৫ ডিসেম্বর, ২০২২ ০৪:৪৮ পিএম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩
এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ১৭ জন। তাদের মধ্যে ঢাকার ৩৭ হাজার ৮৮৪ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ১৩৩ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬৯ জন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। এর মধ্যে ঢাকায় ৯৫ জন ও ঢাকার বাইরে ৬৮ জন চিকিৎসাধীন আছেন।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৮০৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৭৭ জন ও ঢাকার বাইরে ৩২৬ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬১ হাজার ৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫২৬ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৫৬৩ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ১৭ জন। তাদের মধ্যে ঢাকার ৩৭ হাজার ৮৮৪ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ১৩৩ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক