১৮ নভেম্বর, ২০২২ ০৩:১৪ পিএম

ডেঙ্গুর ৪ টি ধরন সক্রিয় থাকায় মৃত্যু বেশি: ডা. আহমেদুল কবীর

ডেঙ্গুর ৪ টি ধরন সক্রিয় থাকায় মৃত্যু বেশি: ডা. আহমেদুল কবীর
ডেঙ্গুর সংক্রমণ এখন প্রায় সারা বছরই থাকবে। তাই মশা নিধন কার্যক্রম বছর জুড়ে রাখতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুর চারটি ধরন একসঙ্গে সক্রিয় থাকার কারণে এ বছর মৃত্যুর সংখ্যা বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর। শুক্রবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

ডা. আহমেদুল কবীর বলেন, ‘সবচেয়ে মুশকিল হচ্ছে দেশে বর্তমানে ডেঙ্গুর চারটি ধরন একসঙ্গে সক্রিয়। যার জন্য ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। তাই বেড়েছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কেউ কেউ দ্বিতীয় ও তৃতীয়বার আক্রান্ত হচ্ছেন। এবার যারা প্রথমবার আক্রান্ত হলো, আগামীবার তাদের জন্য হবে দ্বিতীয় বার আক্রান্ত। তার মানে প্রতিবছরই ডেঙ্গু আক্রান্ত হলে মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গুর সংক্রমণ এখন প্রায় সারা বছরই থাকবে। তাই মশা নিধন কার্যক্রম বছর জুড়ে রাখতে হবে। যেখানে যেখানে ডেঙ্গু মশা হয়, সেখানে দক্ষভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে সমস্যা আরও বাড়বে।’

এর আগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ডা. আহমেদুল কবীর মেডিভয়েসকে বলেন, ‘ডেঙ্গু রোগীর চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরত যেতে হচ্ছে না। ডেঙ্গু মশার উৎস সম্পর্কে সিটি কর্পোরেশনকে তথ্য দেওয়া হচ্ছে। সবাইকে আগাম সতর্ক করতে বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হচ্ছে।’

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরামর্শক ড. এএসএম আলমগীর বলেন, ‘ঢাকায় ডেঙ্গু ডেন-৩ এর সঙ্গে ডেন-৪ পেয়েছি, কক্সবাজারে ডেন-৩ এর সঙ্গে ডেন-১ পেয়েছি। এটি সারা দেশেরই চিত্র। অনেক সময় ডেঙ্গু হলে তেমন লক্ষণ থাকে না। ফলে বুঝা যায় না। এখন ডেঙ্গু আক্রান্ত হলে জটিলতা তৈরি হবে। তাই জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।’  

প্রসঙ্গত,আইইডিসিআর তথ্য মতে, ডেঙ্গুর চারটি ধরন আছে: ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক