২৪ ঘণ্টায় আরও ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার ৫৯ জন এবং ঢাকার বাইরের ছয়জন।
আজ রোববার (২৪ জুলাই) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৩৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৬৪ জন।
এতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট দুই হাজার ১৪৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৮৪১ জন।
প্রসঙ্গত, সাধারণত বর্ষাকালে প্রতি বছর ঢাকাসহ দেশের বিভিন্ন শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে এ রোগে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।
-
০৬ অগাস্ট, ২০২২
-
০৫ অগাস্ট, ২০২২
-
০৪ অগাস্ট, ২০২২
-
০২ অগাস্ট, ২০২২
-
০১ অগাস্ট, ২০২২
-
৩০ জুলাই, ২০২২
-
২৭ জুলাই, ২০২২
-
২৫ জুলাই, ২০২২
-
২৪ জুলাই, ২০২২
-
২৩ জুলাই, ২০২২
