ডা. মো. শফিউর রহমান

ডা. মো. শফিউর রহমান

প্রোগ্রাম কো-অর্ডিনেটর (এমপিএইচ),
ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড স্যোশাল মেডিসিন (নিপসম) 


০৫ মার্চ, ২০২২ ০৮:১১ পিএম

যুদ্ধ নয়, শান্তি চাই

যুদ্ধ নয়, শান্তি চাই
ইউক্রেনের স্তানিতসিয়া লুহানস্কা শহরে একটি কিন্ডারগার্টেনের গোলাগুলির পর একজন মহিলা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছেন। ছবি: এএফপি

আপনি একজন মুসলমান, কিন্তু আপনার ক্যান্সার হয়েছে। সবচেয়ে ভালো চিকিৎসক একজন হিন্দু, আপনি তখন ধর্মের চিন্তা করবেন না; একজন ভালো চিকিৎসকই খুঁজবেন। চিকিৎসক হিন্দু হলেও তাকেই দেখাবেন।

আপনি একজন হিন্দু আপনার বাড়িতে ডাকাত পড়েছে। আপনার নিকট প্রতিবেশী মুসলমান, আপনি অন্য হিন্দুদের খুঁজবেন না, সাহায্যের জন্য মুসলমানকেই ডাকবেন।

আপনার দেশ রক্ষায় আছে পুলিশ বাহিনী, সেনাবাহিনী সেখানে আছে; হিন্দু ,মুসলিম, বৌদ্ধ, খৃস্টান। দেশের স্বার্থে সবাই কিন্তু সমান। 

ক্রিকেটে যখন তামিম বা লিটন চার ছক্কা হাঁকায় কেউ প্রশ্ন তোলে না ওরা হিন্দু না মুসলমান। 

নজরুল বা রবীন্দ্রনাথ, বাংলায় কার অবদানকে ছোট করবেন আপনি?
 
এই যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেখান থেকে হিন্দু মুসলিমের রক্তগুলো আপনি আলাদা করতে পারবেন? ৭১ এ বাংলার বুকে কেউ টুপি বা ধূতি দেখে গুলি চালায়নি, চালিয়েছিল মানচিত্রের উপর। 

ভারত যখন আমাদের তিস্তার পানিতে ডুবায়, তখন বলে না এখানে হিন্দুরাও তো থাকে।

সৌদিতে যখন আমাদের মা-বোনেরা নির্যাতিত হয়, তখন তারা ভাবে না আমরাও মুসলমান।
 
খোদার গজব যখন নাযিল হয়, পুরো কওমের উপরে হয়। ফসল পুড়ে যখন ছাই হয়, তখন হিন্দু মুসলিম সবাই না খেয়ে থাকে। 

আগুন যে ঘরেই দাও না কেন, পুড়ছে কিন্তু মানুষ! 
  
এখন আমরা ইউক্রেন নিয়ে চিন্তিত; কিন্তু প্যালেস্টাইন, ইরাক, লিবিয়া ও সিরিয়া নিয়ে কথা বলি না। 

যুদ্ধের এই ভয়াল থাবায় বিভিৎস মানবতা! মানুষের মৃত্যু, মানুষের মতো হোক, পশুর মতো না। যুদ্ধ চাই না, শান্তি চাই।

এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইউক্রেন
  এই বিভাগের সর্বাধিক পঠিত