২৮ ডিসেম্বর, ২০২১ ০৪:১৬ পিএম

চাকরিতে স্থায়ী হলেন ১৪ চিকিৎসক

চাকরিতে স্থায়ী হলেন ১৪ চিকিৎসক
স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত ১৪ চিকিৎসককে চাকরিতে স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৭ ডিসেম্বর) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ১৪ জন চিকিৎসক কর্মকর্তার চাকরি তাদের চাকরিতে প্রথম যোগদানের তারিখ হকে স্থায়ী করা হলো’

চাকরিতে স্থায়ী চিকিৎসকরা হলেন, ডা. অদ্বীতি লাবনী, ডা. শামসুর নাহার নওরীন, ডা. মো. মিজানুর রহমান, ডা. জুবায়রা হাসিন, ডা. খান মানশুরা, ডা. কায়সারি ফরহাত অর্পিতা, ডা. রুমানা সালাম, ডা. সবিতা রানী দাস, ডা. শামিমা নাসরিন, ডা. অনামিকা দাস,মুনমুন দাস, ডা. অসাদুজ্জামান, ডা. তানজিমা হক, ডা. নাফফাত আরা ইশিতা।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিব, বিভিন্ন মেডিকেলের অধ্যক্ষ ও পরিচালক, বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছেলের চোখে অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান

সাতকানিয়ার চুপচাপ বালক যেভাবে হয়ে উঠেন কিংবদন্তি চিকিৎসক

  এই বিভাগের সর্বাধিক পঠিত