২৯ জুন, ২০২১ ১২:২৮ পিএম

ডিপ্লোমা-এমফিল প্রার্থীদের পুনরায় আবেদনের বিজ্ঞপ্তি

ডিপ্লোমা-এমফিল প্রার্থীদের পুনরায় আবেদনের বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গত জানুয়ারী-২০২১ অনুষ্ঠিত এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা পরীক্ষায় যারা অংশগ্রহণ করেন নাই, জুলাই-২০২১ কোর্সে তাদের মধ্যে যোগ্য প্রার্থীদের আগামী ৩০ জুনের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করার জন্য বলা হয়েছে।

সোমবার (২৮ জুন) বিএসএমএমইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘এমফিল, এমএমইডি এবং ডিপ্লোমা কোর্সের e-Registration সম্পন্ন করা জুলাই-২০২১ কোর্স পরীক্ষার যোগ্য প্রার্থীদের তাদের আইডি অনুযায়ী জুলাই-২০২১ এ অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন।’

এতে আরও বলা হয়েছে, ‘বিএসএমএমইউ এবং অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহে পরিচালিত এমফিল, এমএমইডি এবং ডিপ্লোমা কোর্সের পরীক্ষার্থীদের নিম্নোক্ত ছক অনুযায়ী মহামারী কোভিড-১৯ এর কারণে গত জানুয়ারী-২০২১ এ অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহন করতে পারেন নাই তাদের যোগ্য তালিকা সংশ্লিষ্ট অনুষদের ডিন কর্তৃক অনুমোদিত হয়ে আগামী ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

আদেশের অনুলিপি অবগতির জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি ও পেডিয়াট্টিক্স অনুষদের ডিন, কোর্স ডাইরেক্টর ও বিএসএমএমইউর সকল নোটিশ বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত