ভ্যাকসিন নেওয়ার পর ৬৩০ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণহারে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এখন পর্যন্ত ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে ৬৩০ জনের দেহে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ইএমআইএস) ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়মিত করোনা ভ্যাকসিন আপডেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্টকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩ জন, রাজশাহী বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৬৪ জন, খুলনা বিভাগে ৯১ জন, বরিশাল বিভাগে ২৫ জন ও সিলেট বিভাগে ৩০ জন রয়েছেন।
আজ টিকা কার্যক্রমে রাজধানীসহ সারাদেশের সরকারি হাসপাতাল ও অন্যান্য ভ্যাকসিন কেন্দ্রে মোট এক লাখ ৮২ হাজার ৮৯৬ জন টিকা গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে পুরুষ এক লাখ ১৫ হাজার ৩১৮ জন ও ৬৭ হাজার ৫৭৮ জন নারী রয়েছেন। এদিনে টিকা গ্রহীতাদের মধ্যে ২১ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন।
করোনার টিকাদান কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত মোট ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন টিকা গ্রহণ করছেন। তাঁদের মধ্যে ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন পুরুষ এবং আট লাখ ৫৭ হাজার ২০ জন নারী রয়েছেন।
টিকা গ্রহীতাদের বিভাগ ভিত্তিক তথ্য বিশ্লেষণে ঢাকা বিভাগে সাত লাখ ২১ হাজার ১৯ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ১৫ হাজার ৫২৪ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ লাখ ৬০ হাজার ১৫৩ জন, রাজশাহী বিভাগে দুই লাখ ৮১ হাজার ৫৮৩ জন, রংপুর বিভাগে দুই হাজার ৩০ হাজার ১৫০ জন, খুলনা বিভাগে দুই লাখ ৯৭ হাজার ৪৫৩ জন, বরিশাল বিভাগে এক লাখ ২০ হাজার ৬১১ জন ও সিলেট বিভাগে এক লাখ ৬৮ হাজার ৫৬০ জন টিকা নিয়েছেন।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। পরে ৭ জানুয়ারি থেকে গণহারে টিকাদান শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে শুধুমাত্র অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, চিকিৎসক ও সম্মুখ সারিতে কাজ করা ব্যক্তিদের টিকা প্রদান করা হচ্ছে।
-
২৩ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ সেপ্টেম্বর, ২০১৯
-
১৮ সেপ্টেম্বর, ২০১৯
-
০৭ অগাস্ট, ২০১৯
-
১০ অক্টোবর, ২০১৭
