বিএসএমএমইউতে এমএলএসএসের হাতে রেসিডেন্ট লাঞ্ছিত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এমএলএসএসের হাতে ভাইরোলজি বিভাগের ফেইজ-বি’র একজন রেসিডেন্টের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে অবগত আছেন জানিয়ে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজ রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে মেডিভয়েসকে বলেন, ‘এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে বাকি কাজগুলো সম্পন্ন করা হবে।’
ওই কর্মচারীর বিরুদ্ধে মামলার কোনো প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে বিএসএমএমইউর ভিসি বলেন, ‘আগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তার পর পর্যায়ক্রমে বাকি পদক্ষেপগুলো নেওয়া হবে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ মেডিভয়েসকে বলেন, ‘সে এখানে ডেইলি বেসিসে কাজ করতো। তাকে বাদ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কমিটিও করা হয়েছে।’
এদিকে এ ঘটনায় আগামীকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে রেসিডেন্টসহ চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে অবস্থান ধর্মঘট পালন করবে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
ওই কর্মচারীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন চিকিৎসকরা।
-
২১ ফেব্রুয়ারী, ২০২১
-
২৬ জানুয়ারী, ২০২১
-
১৬ জানুয়ারী, ২০২১
-
১১ জানুয়ারী, ২০২১
-
০৫ জানুয়ারী, ২০২১
-
৩১ ডিসেম্বর, ২০২০
ফিরে দেখা ২০২০
অরক্ষিত কর্মস্থল, একের পর এক হামলায় উদ্বিগ্ন চিকিৎসক সমাজ
-
৩০ ডিসেম্বর, ২০২০
কোনো কর্মসূচিতে অংশ না নিতে চিকিৎসকদের প্রতি আহ্বান
জামালপুরের ঘটনায় জড়িতদের বিচার দাবি বিএমএ’র
-
৩০ ডিসেম্বর, ২০২০
-
২৯ ডিসেম্বর, ২০২০
জামালপুরে চিকিৎসক নিগ্রহ
জড়িতদের শাস্তির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি
-
২৮ ডিসেম্বর, ২০২০