টিকা নিয়ে দৈনন্দিন কাজ করতে পারছি: বিএসএমএমইউ ভিসি

মেডিভয়েস রিপোর্ট: নাগরিক হিসেবে টিকা নেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে বিএসএমএমইউতে দিনের প্রথম টিকা নেওয়ার পর এ কথা বলেন তিনি।
টিকা নেওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া দুপুরে মেডিভয়েসকে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দেশের জনগণের মন থেকে বিভিন্ন বিভ্রান্তি দূর করার লক্ষ্য নিয়েই প্রথম টিকা নিয়েছি। এর মাধ্যমে আমি আমার দায়িত্ব পালন করেছি। এটা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
বিএসএমএমইউ ভিসি আরও বলেন, ‘টিকা নেয়াটা আমার সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। আমাকে দেখে মানুষ আস্থা পাবে, সাহস পাবে। টিকা নিয়ে মানুষের মনে সংশয় ছিল। এটা কেটে যেতে শুরু করেছে। এটাই আমার লক্ষ্য ও প্রত্যাশা।’
টিকা নেওয়ার পর স্বাভাবিক আছেন জানিয়ে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আগে যেভাবে দৈনন্দিক কাজগুলো করতাম, সেভাবেই দিনের কাজগুলো করে যাচ্ছি। আমার অডিটোরিয়ামে কোভিড ভ্যাকসিনের ওপর একটি সেমিনার চলমান আছে, আমি সেখানে অংশগ্রহণের জন্য সিঁড়ি বেয়ে উঠেছি। আমার কোনো ধরনের অসুবিধা হচ্ছে না।’
এদিকে টিকাদান কর্মসূচি সফল করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনার টিকাদান কেন্দ্রে চারটি বুথ সাজানো হয়েছে। টিকাদানে কয়েকটি শয্যাও বসানো হয়েছে। টিকাদান নিবন্ধনের জন্য বেশ ভিড় লক্ষ্য করা গেছে সেখানে।
করোনা ভ্যাকসিনেশন কর্মসূচির দ্বিতীয় দিনে এ ছাড়াও আজ বৃহস্পতিবার রাজধানীর আরও চার হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। এগুলো হলো: ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ–কুয়েত মৈত্রী হাসপাতাল।
এর আগে বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করেন। একই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচজনকে টিকা দেয়া হয়। প্রথম টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা।
এ ছাড়াও টিকা নিয়েছেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। এদিন সবমিলিয়ে কুর্মিটোলা হাসপাতালে বিভিন্ন পেশার মোট ২৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।
-
২২ ফেব্রুয়ারী, ২০২১
-
১৭ ফেব্রুয়ারী, ২০২১
-
০২ ফেব্রুয়ারী, ২০২১
-
০১ ফেব্রুয়ারী, ২০২১
-
২৮ জানুয়ারী, ২০২১
-
২৮ জানুয়ারী, ২০২১
-
২৭ জানুয়ারী, ২০২১
-
২৬ জানুয়ারী, ২০২১
-
২৫ জানুয়ারী, ২০২১
-
২০ জানুয়ারী, ২০২১