১১ অক্টোবর, ২০২০ ০২:০৮ পিএম

বিএসএমএমইউর রেসিডেন্সি ভর্তি পরীক্ষা ডিসেম্বরে 

বিএসএমএমইউর রেসিডেন্সি ভর্তি পরীক্ষা ডিসেম্বরে 

মেডিভয়েস রিপোর্ট: ‘বিশেষ পরিস্থিতিতে’ নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা এক মাস পিছিয়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আজ রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়।

কাউন্সিলের অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রেসিডেন্ট পরীক্ষা অবশ্যই হবে। সময়টা নিয়ে একটু আলোচনা হয়েছে। পরীক্ষা নভেম্বরের পরিবর্তে ডিসেম্বরে হবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান মেডিভয়েসকে বলেন, ‘ডিসেম্বরে ভর্তি পরীক্ষা হবে। এভাবেই আমরা চিন্তা করছি। কেন্দ্র পাওয়ার ওপর নির্ভর করছে। আগে ইডেনে হতো। এখন হয় বুয়েটে। এ ছাড়া রেসিডেন্সি ফেজ ‘এ’ ও ফেজ ‘বি’র ফাইনাল পরীক্ষা এবং নন-রেসিডেন্সি পরীক্ষার আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। ছয়টি ফ্যাকাল্টি আছে। তারা আগামী জানুয়ারিতে ভিন্ন ভিন্ন তারিখে পরীক্ষার আয়োজন করবে।’

এর আগে গত ৩ সেপ্টেম্বর বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া মেডিভয়েসকে জানিয়েছিলেন, অক্টোবরে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে ভর্তি পরীক্ষা স্থগিত রাখবেন কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘না নেওয়ার সুযোগ নেই, নিতে তো হবেই। কখন নেবো সেটাই প্রশ্ন। হয় তো পেছানো হতে পারে।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত