০৭ সেপ্টেম্বর, ২০২০ ০৪:১৮ পিএম

দুই চিকিৎসকের চাকরি নিয়মিত করে প্রজ্ঞাপন জারি

দুই চিকিৎসকের চাকরি নিয়মিত করে প্রজ্ঞাপন জারি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এডহক ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত দুই চিকিৎসক কর্মকর্তার চাকরি নিয়মিত করে প্রজ্ঞাপন জারি করেছ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিপিএসসি কর্তৃক সুপারিশকৃত এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণের এডহক চাকরি The Regularisation of Ad-Hoc Appointment Rules 1983 (এসআরও নং ১২৭-এল/৮৩ইডিরেগু-১এস-৪/৮৩, ১২ মে ১৯৮৩) এবং The Regularisation of Ad-Hoc Appointment Rules 1983 এর সংশোধনিআইন (এসআরও নং-১৯৬ আইন/২০০৫সমবিধি ১/এস-২৫/৮৬ (অংশ-১), তারিখ ৩ জুলাই) এর বিধান অনুযায়ী  প্রজ্ঞাপনে বর্ণিত দুই চিকিৎসক কর্মকর্তাকে তাদের চাকরিতে যোগদানের তারিখ হতে নিয়মিত করা হলো।

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে চাকুরিতে নিয়মিত হওয়া কর্মকর্তারা হলেন, ৩৪৪৬৯ কোড নম্বরের ডা. মো. ইদ্রিস মিয়া ও ৩৮৭০১ কোড নম্বারের ডা. মো. নুরুল আখতার।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য মন্ত্রণালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক