০১ জুলাই, ২০২৫ ০৮:১৫ পিএম

২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত, ১০ জনই ঢাকার

২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত, ১০ জনই ঢাকার
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই আক্রান্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে চলতি বছরে মোট ৫৮২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।

আজ মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩টি নমুনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ৪.১৭ শতাংশ। এ নিয়ে অদ্যাবধি করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৫২ হাজার ১২৭ জন।

এ ছাড়া চলতি বছরে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অদ্যাবধি মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ এবং চট্রগ্রাম বিভাগে তিনজন রয়েছেন।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভাইরাস
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা

সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক